নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন জায়গায় রাতের আকাশে দেখা যায় অদ্ভুত আলোকরশ্মি। স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়ায় মানুষের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বাদানুবাদ। সকলেই জানতে চায় এই আলোর উৎস কী? — কিছুক্ষণ বাদেই সব জল্পনার যবনিকাপতন। জানা গেছে, ভারত সরকার অগ্নি-৫ ক্ষেপনাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে। ওডিশার উপকূলীয় এলাকা থেকে অগ্নি ৫ উৎক্ষেপণ করা হয়েছে। তাই আকাশের বিভিন্ন জায়গায় দৃষ্টিগোচর হয়েছে। এই সাফল্যে আনন্দে ফেটে পড়ে আমজনতা। অন্যদিকে, এই অগ্নি-৫ অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র। এই অগ্নি-৫ এর পাল্লায় পাকিস্তান ও চিনের অধিকাংশ শহর। ওয়াকিবহাল মহলের মতে, অগ্নি-৫ দিয়েই কার্যত চিনকে হুঁশিয়ারি ভারতের।
সন্ধ্যার আকাশে হঠাৎ আলোর ঝলক! জানেন কী ওটা? বিস্তারিত জানুন
Published on: