নিজস্ব সংবাদদাতা : দেশজুড়ে লাগু হয়েছে মহামারী আইন। লকডাউনের মাঝেও দেশজুড়ে ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। রাজ্যেও সংখ্যাটা ১০ থেকে একলাফে পৌঁছে গেছে ১৫ তে। এরকমই এক জরুরি পরিস্থিতিতে করোনা সংক্রমণ প্রতিরোধে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি লড়াই চালিয়ে যাচ্ছে প্রশাসন ও পুলিশ। গ্রামীণ হাওড়ায় করোনার সংক্রমণ রুখতে প্রস্তুত প্রশাসন।
তাই বিভিন্ন হাসপাতালের পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় আমতা-২ ব্লকের জয়পুর পঞ্চানন রায় কলেজ ভবনেরি তৈরি হচ্ছে বিশেষ কোয়ারান্টাইন ওয়ার্ড। তার প্রস্তুতি খতিয়ে দেখলেন আমতা-২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত কুমার পাল, ব্লক স্বাস্থ্য আধিকারিক মিঠুন মাইতি ও বি.বি. হাসপাতালের সুপার সুকান্ত বিশ্বাস। ব্লকের করোনা বিষয়ক টাস্ক ফোর্সের প্রধান তথা সুকান্ত পাল জানান, “প্রাথমিক পর্যায়ে ৫১ টি শয্যা চালু হলেও মোট ১০০ টি বেড থাকবে এই বিশেষ ওয়ার্ডে।”