নিজস্ব সংবাদদাতা : হাওড়া ব্রিজের উপর চলন্ত মিনিবাসে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার বিকাল পাঁচটা পনেরো নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকালে হাওড়া থেকে হরিনাভির দিকে একটি যাত্রীবোঝাই মিনিবাস যাচ্ছিল।
হাওড়া ব্রিজের মাঝখানে আঠারো নম্বর পিলারের কাছে হঠাৎই বাসটির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। মুহুর্তের মধ্যে বাসটিতে আগুন লেগে যায়। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসের যাত্রীদের মধ্যে। হুড়োহুড়ি করে বাস থেকে নামতে গিয়ে দু’একজন সামান্য জখম হন।
খবর পেয়েই হাওড়া থেকে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন ও পুলিশ। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়৷ এই দুর্ঘটনার জেরে হাওড়া ব্রিজে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভস্মীভূত বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।