নিজস্ব সংবাদদাতা : একবিংশ শতকের গোড়াতেও গ্রামীণ হাওড়ার বুকে প্রায়শই দেখা মিলত শকুন,বাজের মতো বিভিন্ন পাখির। কিন্তু, দিন যত গড়িয়েছে বেড়েছে দূষণের পরিমাণ। সাথে নগরায়ণের জেরে বর্তমানে সচরারচর এই সমস্ত পাখির দেখা মেলেনা বললেই চলে।
আজ গ্রামীণ হাওড়ার বাগনান থানার মুকুন্দদিঘী গ্রাম থেকে উদ্ধার হল একটি বাজ শাবক। জানা গেছে, আজ সকালে মুকুন্দদিঘী গ্রামের একটি পুকুরের পাড়ে বাজ শাবকটিকে পড়ে থাকতে দেখেন ওই গ্রামেরই বাসিন্দা পেশায় শিক্ষক বিমল বোধক। তিনি পাখিটিকে তৎক্ষনাৎ উদ্ধার করে আমতার এক স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে বন দপ্তরে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই বন দপ্তরের প্রতিনিধিরা এসে বাজ শাবকটিকে নিয়ে যায়।