নিজস্ব সংবাদদাতা : ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া(এসআইআই) এবং ভারত বায়োটেককে করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছেন ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। দেশজুড়ে টিকাকরণের তৎপরতাও তুঙ্গে। এরই মাঝে বুধবার উলুবেড়িয়া পৌরসভা এলাকার করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল উলুবেড়িয়া পৌরসভার কনফারেন্স হলে।
উলুবেড়িয়া পুরসভা সূত্রে জানা গেছে, এইমুহুর্তে উলুবেড়িয়া পুর এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে গেছে। বুধবার নতুন করে কেউ আক্রান্ত হননি। এদিনের সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক অভয় দাস, স্থানীয় বিধায়ক ইদ্রিস আলি, বিরোধী দলনেতা সাবিরউদ্দিন মোল্লা সহ অন্যান্যরা।
এদিন ইদ্রিস আলি জানান, “অভয় দাসের নেতৃত্বে করোনা পরিস্থিতিতে খুব ভালো কাজ করেছে উলুবেড়িয়া পৌরসভা। যার ফলে এই মুহুর্তে এখানে করোনা আক্রান্তের সংখ্যা নেই বললেই চলে। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের।”
পুরসভার প্রশাসক অভয় দাস জানান, “করোনার টিকা নেওয়ার আদেশ এলেই আমরা পরদিন থেকেই তা দিতে শুরু করব।” এরপরের বৈঠক ২০ শে জানুয়ারী অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।