পাঁচলার ফুটবল মাঠে মারাদোনা স্মরণ, প্রীতিম্যাচের আয়োজন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : দিয়েগো মারাদোনার অকাল প্রয়াণে শোকস্তব্ধ সারা বিশ্ব। আর্জেন্টিনার ফুটবলার হলেও ভারতেও ভক্তদের মাঝে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন বিশ্ব ফুটবলের রাজপুত্র। তাঁর প্রয়াণে গভীর শোকের ছায়া ভক্তকুলে।

শুক্রবার প্রিয় ফুটবলারকে শ্রদ্ধা জানাল পাঁচলার দেউলপুর প্রগতি সংঘের ফুটবলাররা।অনুশীলনের শেষে ক্লাবের মাঠে মারাদোনার ছবি নিয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন ফুটবলাররা।

এর পাশাপাশি, এদিন মারাদোনার স্মৃতিতে প্রগতি সংঘের প্রাক্তন ফুটবলার ও বর্তমান ফুটবলারদের মধ্যে একটি প্রীতি ম্যাচও অনুষ্ঠিত হয়। ক্লাবের ফুটবলাররা জানান, মারাদোনা আমাদের মতো বিশ্বের অসংখ্য ফুটবলারের আইকন। তাঁর অকালে চলে যাওয়া বিশ্ব ফুটবলের পক্ষে এক বিরাট বড়ো ক্ষতি।