নিজস্ব সংবাদদাতা : সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ শ্যামপুরের এক মৎস্যজীবী। মৃত মৎস্যজীবী মোক্তার আলি সেখ(৪১) শ্যামপুর থানা এলাকার আয়মা আলিপুর এলাকার বাসিন্দা। জানা গেছে মাস দুয়েক আগে দক্ষিণ চব্বিশ পরগনার এক ট্রলারে করে মাছ ধরতে যাওয়ার জন্য তার শ্যালককে সাথে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিল মোক্তার। ঘুর্নিঝড় বুলবুলের সময় সাগরের কাছে ডুবে যায় তাদের ট্রলারটি। তার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছেনা। মোক্তারের ফিরে আসার প্রতিক্ষায় রয়েছে তার পরিবারের এবং গ্রামের সমস্ত লোকজন।
মোক্তারের ভাগনা সেখ জহিরুল বলেন ঝড় আসার দিন মামা ফোন করে জানিয়েছিল যে দালালরা ট্রলার থেকে নামতে দিচ্ছেনা। মাঝ সমুদ্রে ট্রলারের মধ্যে আটকে আছি। তারপরেই ঝড় শুরু হয়ে যাওয়ার কারণে ফোন রেখে দেন। তিনি বলেন আমিও মৎস্যজীবী। সেই সুত্রে কয়েকজন পরিচিত মৎস্যজীবী আমাকে ফোন করে মামার নিখোঁজ হওয়ার ঘটনা জানায়। তিনি বলেন গতকাল এক মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো নিশ্চিত না করা হলেও। আমরা নিশ্চিত ওটা মোক্তার আলি সেখ এর মৃতদেহ। তিনি জানান পরিবারের লোকজন ওখানে গিয়েছে। তারা নিশ্চিত করলেই জানা যাবে ওটা মামার মৃতদেহ কিনা? তার দাবি মামার ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে। সরকার পাশে না দাঁড়ালে পরিবারটা ভেসে যাবে।