নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত সমিতির আয় বৃদ্ধির লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল গ্রামীণ হাওড়ার আমতা-২ পঞ্চায়েত সমিতি। আমতা-২ পঞ্চায়েত সমিতি ও সংশ্লিষ্ট ব্লক প্রশাসনের তরফে জয়পুরে ব্লক অফিস চত্বরেই তৈরি করা হয়েছে তিনতলাবিশিষ্ট একটি কমিউনিটি হল। যার নাম দেওয়া হয়েছে ‘অতিথি’। বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম ছাড়াও ব্যক্তিগত ও ব্যবসায়িক ক্ষেত্রেও এই কমিউনিটি হল ব্যবহার করতে দেওয়া হবে বলে জানা গেছে।
ব্লক প্রশাসনের কর্তাদের মতে, এই হলটি গড়ে ওঠায় প্রশাসনিক সভা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান করা অনেক সহজ হল। এর পাশাপাশি, বেসরকারি ক্ষেত্রে ব্যবহার করার সুযোগ দেওয়ায় এখান থেকে আয়ের একটা উৎস তৈরি পারল আমতা-২ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গেছে, রাজ্য সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের দেওয়া প্রায় ১ কোটি টাকায় এই কমিউনিটি হলটি গড়ে উঠেছে। ‘অতিথি’র প্রথম দু’টি তলায় রয়েছে কনফারেন্স রুম এবং তৃতীয় তলায় রয়েছে গেস্ট হাউস।
প্রথম তলের কনফারেন্স রুম বাতানুকূল না হলেও দ্বিতীয় তলের কনফারেন্স রুমটিতে বাতানুকূল ব্যবস্থা রয়েছে। এছাড়াও তিনতলায় গেস্ট হাউসে ৬টি রুম রয়েছে। আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত কুমার পাল জানান, “কমিউনিটি হলটি তৈরি করার ফলে প্রশাসনিক কাজকর্ম করার ক্ষেত্রে যেমন সুবিধা হল তেমনিই পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন এখান থেকে আয়ও করতে পারবে। যে টাকা আমরা উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করতে পারব।”