নিজস্ব সংবাদদাতা : বাগনানের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বজনের উদ্যোগে বাগনানের পানিত্রাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়িতে পালিত হল শরৎ বাবুর ১৪৬ তম জন্মতিথি। এই উপলক্ষ্যে বুধবার সকাল থেকে লেখকের স্মৃতিধন্য বসতবাটি চত্বরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। লেখকের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পাশাপাশি কবি সম্মেলনের আয়োজন করা হয়।
এদিনের অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের কৃতি ও ব্যতিক্রমী ব্যক্তিত্ব ও সংগঠনকে সংবর্ধনা দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুকান্ত কুমার পাল সহ শিক্ষা ও সংস্কৃতি জগতের বহু বিশিষ্টজন। ‘স্বজন’-এর সম্পাদক চন্দ্রনাথ বসু জানান, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনেই আমরা আজকের এই শুভদিনটি পালন করলাম।