নিজস্ব সংবাদদাতা : গভীর নিম্নচাপের জেরে মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টি চলছে। নাগাড়ে বৃষ্টির জেরে ভেঙে পড়ল আস্ত মাটির বাড়ি। কোনোরকমে প্রাণে বাঁচলেন মহিলা। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার শ্যামপুর থানার শ্রীকোল এলাকায়।
সূত্রের খবর, শ্যামপুরের শ্রীকোল এলাকার বাসিন্দা শুল্কা চক্রবর্তী মঙ্গলবার রাতে নিজের মাটির বাড়িতে ঘুমাচ্ছিলেন। হঠাৎই বিকট শব্দ। তারপরই মুহুর্তের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির দেওয়াল। ঘটনার পর কয়েক ঘন্টা গেলেও শুল্কা চক্রবর্তীর চোখেমুখে এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট। তিনি বলেন, বিকট শব্দ পেয়েই কোনোরকমে বাড়ির বাইরে বেরিয়ে আসি।