নিজস্ব সংবাদদাতা : কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জেরে মে মাসের মাঝামাঝি সময়ে বন্ধ করে দেওয়া হয়েছিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বস্ত্রহাট হাওড়ার মঙ্গলবার।
হাওড়ায় করোনা সংক্রমণ কমায় গত মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে তা ফের খুলে দেওয়া হল। কোভিড মেনে হাটের শাড়ি ও বস্ত্রের স্থায়ী দোকানগুলি খুলে দেওয়া হয়েছে।
খোলার আগে দোকানগুলিকে স্যানিটাইজ করা হয়। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই ফুটপাতে বসে বেচাকেনার অনুমতিও মিলবে বলে জানা গেছে।