নিজস্ব সংবাদদাতা : গতকাল সন্ধ্যায় আমতার সোনামুই গ্রাম থেকে বিরল প্রজাতির সাপ উদ্ধার করে পরিবেশ কর্মীদের হাতে তুলে দিলেন দুই স্থানীয় যুবক। জানা গেছে উদ্ধার হওয়া সাপটি Lycodon Jara প্রজাতির। সাপটি উদ্ধার করার পর ওই দুই স্থানীয় যুবক এক ব্যাক্তি মারফত পরিবেশ কর্মীদের হাতে তুলে দেন।
পরিবেশ কর্মীদের মধ্যে একজন প্রদীপ রঞ্জন রীট জানান, ”আমরা এই খবর পাওয়া মাত্রই ওই এলাকায় ছুটে যাই ও যাতে সাপটিকে কেউ স্থানীয়রা না মারতে পারে, সেইজন্য সেখান থেকেই সাপটি উদ্ধার সেটিকে অন্যত্র ছেড়ে দেওযা হয়।” তিনি বলেন যে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই তাদের এই উদ্যোগ।