নিজস্ব সংবাদদাতা : ঘূর্ণিঝড় ইয়াস ও ভরা কোটালের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ হাওড়ার বেশ কিছু অঞ্চল। শ্যামপুরের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি উলুবেড়িয়া পৌরসভার বেশ কিছু এলাকাও ক্ষতিগ্রস্ত। জল নামলেও এখনো স্বাভাবিক ছন্দে ফেরেনি মানুষের জীবনযাত্রা। আকস্মিক আঘাতে কার্যত দিশেহারা।
এই পরিস্থিতিতে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন জেএসনিইও স্টিলের ডিস্ট্রিবিউটার মণিভূষণ দত্ত স্টিল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত কুমার দত্ত।
অনুপ রায়, সৌমিত্র সাঁতরাদের সাথে নিয়ে উলুবেড়িয়ার জগন্নাথপুর ও শ্যামপুরের নাউল এলাকায় প্রায় ৫০০ মানুষের হাতে বিভিন্ন মুদিখানা সামগ্রী তুলে দেন ম্যানেজিং ডিরেক্টর। উদ্যোক্তারা জানান, যেকোনো বিপর্যয়ে কোম্পানি বিপর্যস্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এবারও তার অন্যথা হয়নি।