নিজস্ব সংবাদদাতা : অকালে চলে গেলেন হাওড়ার নলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বনাথ মাকাল। সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় বিশ্বনাথ বাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি কোলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা এখনো জানা যায়নি। বিশ্বনাথ বাবুর অকাল প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমেছে।