নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়া-২ ব্লকের তুলসীবেড়িয়া গ্রামের এক মুমূর্ষু রোগীর জন্য অক্সিজেন সিলেন্ডারের ব্যবস্থা করলেন আমতার স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন দেখার উজান গাঙ’-এর সদস্যরা।
জানা গেছে, রোগীটি করোনা আক্রান্ত না হলেও শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় অক্সিজেন দিতে হচ্ছে। কিন্তু, চারিদিকে অক্সিজেন খুঁজেও কোথাও পাননি রোগীর পরিবারের লোকজন।
অবশেষে, আমতার স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন দেখার উজান গাঙ’-এর হেল্পলাইনে ফোন করলে সংস্থাটির তরফে অক্সিজেন সিলেন্ডারের ব্যবস্থা করা হয়।