নিজস্ব সংবাদদাতা : গত বছর রাজ্যের করোনা চিকিৎসায় কার্যত নজির গড়েছিল উলুবেড়িয়ার ফুলেশ্বররে সঞ্জীবন হাসপাতাল। উল্লেখ্য, হাজার-হাজার মানুষ এমনকি শতায়ু বৃদ্ধ-বৃদ্ধাদেরকেও করোনা থেকে সুস্থ করে তুলেছিল এই বেসরকারি হাসপাতাল। দেশের পাশাপাশি এরাজ্যেও ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভোট আবহের মাঝেই করোনার এহেন বাড়বাড়ন্তে রীতিমতো উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। ফের করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে রাজ্যের বেশ কয়েকটি হাসপাতালকে।
সূত্রের খবর, মঙ্গলবার রাজ্যস্তরে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানে ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের হাসপাতালের ১০০ টি বেড করোনা আক্রান্তদের জন্য প্রস্তুত রাখার কথা বলা হয়েছে। সেই মোতাবেক ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে গ্রামীণ হাওড়ার এই হাসপাতালে।
প্রসঙ্গত উল্লেখ্য, গ্রামীণ হাওড়ার বিভিন্ন এলাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। বহু রোগীকেই ইতিমধ্যেই হাওড়া সদরের কোভিড হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। এরকমই এক পরিস্থিতিতে দাঁড়িয়ে সঞ্জীবন হাসপাতালকে ১০০ টি বেড করোনা আক্রান্তদের জন্য প্রস্তুত রাখার কথা বলা হয়েছে।