নিজস্ব সংবাদদাতা : সন্ধ্যা ৮ টা ৫ অব্ধি হাওড়া জেলায় ৭৭.৯২% ভোট পড়েছে বলে জানাল নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৮ টা অব্ধি আমতায় ৭৩.২৭%, বাগনানে ৫১%, উদয়নারায়ণপুরে ৮০.২৬%, উলুবেড়িয়া উত্তরে ৭২.৫৯%, উলুবেড়িয়া দক্ষিণে ৮১%, শ্যামপুরে ৮০% ও জগৎবল্লভপুরে ৭৮.১৩% ভোট পড়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার তৃতীয় দফায় হাওড়া জেলার সাতটি বিধানসভায় ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল থেকেই গ্রামীণ হাওড়ার বিভিন্ন কেন্দ্রে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে।