নিজস্ব সংবাদদাতা : সকাল থেকেই বিভিন্ন অশান্তির ছবি উঠে আসছে গ্রামীণ হাওড়ার বিভিন্ন জায়গায়। এবার বিজেপি ও আইএসএফের এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়ার ও মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।
অভিযোগ, গ্রামীণ হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভার কেশবপুর মল্লিকপাড়ায় ১৮১ নং বুথে বিজেপি ও আইএসএফ এজেন্টদের বসতে বাধা দেয় তৃণমূল।
পাশাপাশি, তাদের মারধর করা হয় বলেও অভিযোগ। তারপরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার আইএসএফ ও বিজেপি কর্মী-সমর্থকরা। তাদের দাবি, অবিলম্বে সুষ্ঠুভাবে ভোট করতে হবে। এজেন্টদের বসতে দিতে হবে।