নিজস্ব সংবাদদাতা : আর দিনকয়েক পরেই গ্রামীণ হাওড়ায় চূড়ান্ত মহারণ। তার আগে শেষ মুহুর্তের প্রচারে ব্যস্ত শাসক-বিরোধী সবপক্ষ। জনসভা, রোড-শো, পথসভা, কর্মীসভার মধ্য দিয়ে চূড়ান্ত মহড়ায় ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল।
বুধবার দুপুরে শ্যামপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর সমর্থনে গ্রামীণ হাওড়ার শ্যামপুরের মন্ডলপাড়া এলাকায় জনসভা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা অভিনেত্রী স্মৃতি ইরানি।
এদিন তিনি বলেন, বাংলায় বিজেপির আসা কার্যত সময়ের অপেক্ষা। বাংলায় পরিবর্তন নিশ্চিত। কেন্দ্রীয় মন্ত্রীর সভায় বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।