নিজস্ব সংবাদদাতা : কয়েকদিন আগেই হাওড়া গ্রামীণ জেলা বিজেপির তরফে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সুপার সৌম্য রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছিল। অভিযোগে বলা হয়েছিল, সৌম্য রায়ের স্ত্রী লাভলী মৈত্র্য আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে সোনারপুর দক্ষিণ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই সৌম্য রায়কে পুলিশ সুপারের পদ থেকে সরানোর দাবি জানিয়েছিল বিজেপি।
তারপরই বুধবার সৌম্য রায়কে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। জানা গেছে, তাঁর পরিবর্তে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের নতুন সুপার হচ্ছেন আইপিএস শ্রীহরি পান্ডে। শ্রী হরি পান্ডে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি ছিলেন বলে জানা গেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সৌম্য রায়কে নির্বাচন সংক্রান্ত কোনো কাজে ব্যবহার করা যাবে না।