নিজস্ব প্রতিবেদক : ঐশী ঘোষ, দীপ্সিতা ধর — এই নামগুলো ক্রমশই জাতীয় রাজনীতিতে উজ্জ্বল হয়ে উঠছিল। আর হবেই না কেন! জাতীয় রাজনীতির সূতিকাগার দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে একের পর এক সংঘ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এই দু’ই বঙ্গতনয়া। এবার তাদের সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতেই হাওড়ার বালি বিধানসভা থেকে এসএফআইয়ের কেন্দ্রীয় কমিটির নেত্রী দীপ্সিতা ধরকে প্রার্থী করল বামফ্রন্ট।
অন্যদিকে, পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থেকে ঐশী ঘোষকে প্রার্থী করা হয়েছে। দীপ্সিতার মতো লড়াকু ছাত্রীকে প্রার্থী হিসাবে পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত বালি এলাকার বাম কর্মী-কর্মীরা। এখনো জেএনইউয়ে গবেষণার কাজ চালাচ্ছে বালির নিশ্চিন্দা এলাকার এই মেধাবী কন্যা। জানা গেছে, বছর সাতাশের দীপ্সিতা আশুতোষ কলেজ থেকে ভূগোলে স্নাতক হন। আশুতোষ কলেজেই তাঁর রাজনীতির সাথে হাতেখড়ি।
পরবর্তীকালে দিল্লির জেনএনইউ থেকে তিনি স্নাতকোত্তর ও এমফিল করেন। এখন সেখানেই চূড়ান্ত বছরের গবেষণার কাজ চালাচ্ছেন। উল্লেখ্য, দীপ্সিতার দাদু পদ্মনিধি ধর হাওড়া জেলার অন্যতম বামপন্থী নেতা ছিলেন। তিনি ডোমজুড় থেকে বিধায়কও হয়েছিলেন। বুধবার সন্ধ্যায় নাম ঘোষণার পর থেকেই লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন দীপ্সিতা। বুধবার সন্ধ্যায় বালি-বেলুড় এরিয়া কমিটির কার্যালয়ে স্থানীয় বাম নেতৃত্বের তরফে তাঁকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।