নিজস্ব প্রতিবেদক : ‘রক্তদান জীবনদান, রক্তদান মহৎদান’—রক্তদান সম্পর্কে ক্রমশ সচেতন হচ্ছে সমাজ। এবার রক্তদানে মহিলাদের আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক নারী দিবসে রক্তদান করলেন উলুবেড়িয়ার শিক্ষিকা।
সোমবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের ব্ল্যাডব্যাঙ্কে গিয়ে রক্তদান করলেন উলুবেড়িয়ার কালীনগর নিউ সেট আপ আপার প্রাইমারি গার্লস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সাবিনা খান।
রক্তদান সম্পর্কে নারীজাতি ও সর্বোপরি সমাজের দ্বারে শুভ বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ বলে জানান উলুবেড়িয়ার বাসিন্দা সাবিনা খান। সাবিনা খানের সাথে তাঁর বোন সৌদিয়া সুহানা খানও এদিন রক্তদান করেন বলে জানা গেছে।