নিজস্ব সংবাদদাতা : বেশ কিছু দিন ধরেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম। তারই প্রতিবাদ জানাতে নারীদিবসকে বেছে নিল তৃণমূল।
সোমবার আন্তর্জাতিক নারী দিবসের দিন উলুবেড়িয়ার বীরশিবপুরে একটি গ্যাসের প্ল্যান্টের সামনে উনুনে রান্না করে প্রতীকী প্রতিবাদ জানালেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পুলক রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।