নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়া পূর্ব বিধানসভার একাংশের তৃণমূল কর্মীরা বেশ কিছুদিন ধরেই যুব তৃণমূল নেতা তথা রাজ্যের ‘হেভিওয়েট’ মন্ত্রী ফিরহাদ হাকিমের জামাই ইয়াসীর হায়দারকে প্রার্থী করার দাবি জানিয়ে আসছিলেন। তাঁর সমর্থনে রীতিমতো জোর প্রচার চলছিল সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে ফ্যান ক্লাবও তৈরি হয়েছে বলে জানা গেছে।
কিন্তু, গত শুক্রবার তৃণমূল কংগ্রেসের তরফে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করলে দেখা যায় প্রাক্তন ফুটবলার বিদেশ বসুকে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে টিকিট দেওয়া হয়েছে। তারপরই ফেসবুকে নিজের ক্ষোভ উগড়ে দেন ইয়াসীর।
তিনি লেখেন, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকাংশ মানুষের দাবি ছিল ইয়াসীর হায়দারকে প্রার্থী করা হোক। কিন্তু তা না করায় তিনি বেদনা পেয়েছেন বলেও নিজের ফেসবুক ওয়ালে লেখেন এই যুব নেতা। টিকিট না পেয়ে এখন ইয়াসীর হায়দারের অবস্থান ঠিক কী হয় তা নিয়েই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।