নিজস্ব সংবাদদাতা : বিধানসভা ভোটের আগে সর্বস্তরের সংগঠনকে চাঙ্গা করতে মরিয়া বাম শিবির। সেই লক্ষ্যেই আগামী রবিবার ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে বাম ও তার শরিক দলগুলি।
ব্রিগেড সমাবেশের সমর্থনে বুধবার হাওড়া জেলা বামফ্রন্টের উদ্যোগে হাওড়ার টিকিয়াপাড়া থেকে পিএম বস্তি অব্ধি একটি মিছিলের আয়োজন করা হয়। লাল ঝান্ডা, লাল বেলুন নিয়ে মিছিলে অংশ নেন বহু বাম কর্মী-সমর্থক।
এই পদযাত্রার নেতৃত্ব দেন বিশিষ্ট সিপিআইএম নেতা মহম্মদ সেলিম। তিনি বলেন, “বামেদের ব্রিগেডের উত্তাপে জ্বলে যাবে তৃণমূল। এমনকি বাষ্পের তাপে বিজেপিও উড়ে যাবে।” এদিনের পদযাত্রায় কংগ্রেস কর্মী-সমর্থকরাও দলীয় পতাকা হাতে পা মেলান।