নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভা ভোটের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা না হলেও শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্যে ইতিমধ্যেই বাংলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আনা হয়েছে। রাজ্যের অন্যান্য প্রান্তের মতো সম্প্রতি গ্রামীণ হাওড়াতেও এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
এবার কেন্দ্রীয় বাহিনীর আগমনকে ‘কটাক্ষ’ করলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভার বিধায়ক তথা তৃণমূল নেতা ইদ্রিস আলি। মঙ্গলবার উলুবেড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সাত তারিখ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে আর এখন থেকেই উলুবেড়িয়া পূর্ব সহ বিভিন্ন জায়গায় মিলিটারি নামিয়ে দেওয়া হয়েছে।”
তাঁর দাবি, “এতে অবশ্য লাভ কিছু হবে না। আগেও তো নামিয়েছিল। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেবেন। আর তৃণমূল আবার জিতবে।”
ইদ্রিস আলির আরও বলেন, “প্রধানমন্ত্রী কীভাবে বললেন আগামী সাত তারিখ নির্বাচন ঘোষণা হবে? নির্বাচন কমিশন কি তার নিজের হাতে? আমি অবাক হলাম।” তাঁর অভিযোগ,”ওরা ভোটের সময় বলে বিজেপি কো দো, বিজেপি কো দো। সেটা এবারে করতে দেয়া হবে না।”
মিলিটারি বাধা দিলে মানুষ জোর করে তাদের অধিকার প্রয়োগ করবে বলে জানান উলুবেড়িয়া পূর্বের বিধায়ক।