নিজস্ব সংবাদদাতা : পরিবর্তন যাত্রার মধ্য দিয়ে বাংলায় যখন পরিবর্তনের ডাক দিয়েছে বিজেপি ঠিক সেই আবহে ফের গ্রামীণ হাওড়ায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বেশ কিছু কর্মী-সমর্থক।
সূত্রের খবর, সোমবার গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া উত্তর বিধানসভার অন্তর্গত আমতা থানার রসপুর অঞ্চলের বেশ কিছু বিজেপি কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
স্থানীয় তৃণমূল নেতৃত্ব সূত্রে জানা গেছে, রসপুর অঞ্চলের উদয় বাগ, গণেশ কোলে, প্রভাত দাস, কাশীনাথ কোলেরা সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উলুবেড়িয়া উত্তর বিধানসভার বিধায়ক তথা শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নির্মল মাজি।