নিজস্ব সংবাদদাতা : সোমবার গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের সোনামুই ফতে সিং নাহার উচ্চ বিদ্যালয়ের ৯৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল। এই উপলক্ষ্যে সীমিত সংখ্যক পড়ুয়া নিয়ে বিদ্যালয়ের হলঘরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন প্রথম পর্বে বিদ্যালয়ের এনসিসির ব্যান্ড সহযোগে জাতীয় পতাকা উত্তোলন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের মূর্তিতে মালাদান, বৃক্ষরোপণ ও দেওয়াল পত্রিকার করা হয়। দ্বিতীয় পর্বে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পড়ুয়ারা গান, আবৃত্তি পরিবেশন করেন।
পাশাপাশি, অনুষ্ঠান মঞ্চ থেকে লড়াকু মেধাবীদের হাতে বিভিন্ন বৃত্তি তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রনজিৎ কুমার বেরা, বিশিষ্ট শিক্ষানুরাগী দেবকুমার কোলে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াময় ভট্টাচার্য সহ অন্যান্যরা।
প্রধান শিক্ষক দয়াময় ভট্টাচার্য জানান, “প্রতিবছর এই দিনটি সারাদিনব্যাপী সাড়ম্বরে পালিত হয়। এবার মহামারী পরিস্থিতিতে তা করা সম্ভব হয়নি। খুব সংক্ষিপ্ত আকারে এই দিনটি পালন করা হল।”