নিজস্ব সংবাদদাতা : আর কিছু মুহুর্তের অপেক্ষা। সব ঠিকঠাক থাকলে দু-একদিনের মধ্যেই হয়ত বিধানসভা ভোটের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগে রাজ্যে নিজেদের হাওয়াকে আরও তীব্র করতে পরিবর্তন যাত্রার ডাক দিয়েছে গেরুয়া শিবির।
জেপি নাড্ডা, অমিত শাহের মতো প্রথমসারির নেতারা বাংলায় এসে পরিবর্তন যাত্রার সূচনা করে গেছেন। আগামী ২০ শে ফেব্রুয়ারী থেকে হাওড়া গ্রামীণ জেলায় বিজেপির তরফে পরিবর্তন যাত্রা শুরু হতে চলেছে।
তারই সমর্থনে মঙ্গলবার হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সদর কার্যালয়ে বিশেষ ট্যাবলোর সূচনা করলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি প্রত্যুষ মন্ডল। জানা গেছে, পরিবর্তন যাত্রার সমর্থনে এই ট্যাবলো বিভিন্ন এলাকায় ঘুরবে।