নিজস্ব প্রতিবেদক : জাহিরা, শম্পা, রাণী, পুতুলরা প্রতিবারই নিজেদের সৃজনশীল ভাবনার প্রতিফলন ঘটিয়ে চমক দেয়। সে দুর্গাপুজো হোক কিমবা দোল বা রাখিপূর্ণিমা। প্রতিবারই নিজেদের সৃষ্টিশীল সত্ত্বার মাধ্যমে সমাজের কাছে রেখে যায় অনন্য বার্তা। এবার সরস্বতী পুজোতেও তার অন্যথা হলনা।
এবার সরস্বতী পুজোর মাধ্যমে শিশুকণ্যা হত্যা সম্পর্কে সমাজের দ্বারে সচেতনতার বার্তা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিল উলুবেড়িয়ার আশা ভবন সেন্টারের বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়ারা। রঙবেরঙের কাগজ, আর রঙ তুলির মধ্য দিয়ে শিশুকণ্যা হত্যা সম্পর্কে বিভিন্ন প্রতীকী চিত্র যেমন অঙ্কন করা হয়েছে তেমনই মন্ডপ চত্বরে স্থান পেয়েছে এই সম্পর্কিত বিভিন্ন বার্তা।
এভাবেই নারীর স্বাধিকার, বাঁচার অধিকার, জীবনের অধিকারকেই মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলতে উদ্যোগী হয়েছে উলুবেড়িয়ার আশা ভবন সেন্টার। আশা ভবন সেন্টারের ডিরেক্টর জন মেরি বাড়ুই বলেন, “এই উন্নত সমাজ ব্যবস্থাতে দাঁড়িয়েও এখনো বহু শিশুকণ্যাকে হত্যার শিকার হতে হয়। একমাত্র সচেতনতাই পারে এই কাজ বন্ধ করতে। তাই এই উদ্যোগ।”