নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ঢুকে ভাঙচুরের অভিযোগ উঠল বন্ধ সমর্থনকারীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বাম নেতৃত্ব। সূত্রের খবর, শুক্রবার সকালে বন্ধের সমর্থনে উলুবেড়িয়ার গোরুহাটা থেকে গঙ্গারামপুর অব্ধি একটি মিছিল করে বামেরা। মিছিলে কংগ্রেস কর্মী-মর্থকরাও পা মেলান।
অভিযোগ, উলুবেড়িয়া শহর প্রদক্ষিণ করে সেই মিছিল যখন বাজারপাড়া এলাকায় পৌঁছায় তখন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় হঠাৎ করেই মিছিল থেকে সেখানে কয়েকজন বন্ধ সমর্থনকারীরা ঢুকে পড়েন। ভিতরে ঢুকে কয়েকটি কম্পিউটার ভেঙে দেওয়ার পাশাপাশি কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। তারপরেই সেখান থেকে তারা চলে যায়।
এই ঘটনায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন ব্যাঙ্কের ভিতরে থাকা কর্মী ও গ্রাহকরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বাম নেতৃত্ব। উলুবেড়িয়ার সিপিআইএম নেতা সাবিরুদ্দিন মোল্লা জানান,”আমরা সুশৃঙ্খলভাবে মিছিল করে বৃহস্পতিবারের ঘটনার প্রতিবাদ করেছি। সাধারণ মানুষকে বন্ধে সামিল হওয়ার আহ্বান জানিয়েছি। কোনো ভাঙচুর করা হয়নি।”