নিজস্ব সংবাদদাতা : কেক কেটে কিমবা আড়ম্বর করে নয়, অসহায়, বুভুক্ষু মানুষের মুখে খাবার তুলে দিয়ে জন্মদিন পালন করলেন বাগনানের যুবক। শুক্রবার নিজের ২৪ তম জন্মদিনে এভাবেই মানবিক উদ্যোগ করলেন বাগনান থানার গড়তলী গ্রামের যুবক অসীম আদক।
তিনি বন্ধুদের সাথে নিয়ে শুক্রবার দুপুরে পৌঁছে যান দক্ষিণ-পূর্ব রেলের বীরশিবপুর, কুলগাছিয়া ও বাগনান স্টেশনে। সেখানে গিয়ে স্টেশন চত্বরে থাকা অসহায় মানুষের হাতে ভাত, তরকারি, মাছ ও মিষ্টি তুলে দেন অসীম।
এর পাশাপাশি, বাগনান খালোড় কালীবাড়ি চত্বরে আশ্রয় নেওয়া মানুষের হাতেও খাবার তুলে দেন। প্রায় ৫০ জনকে খাবার তুলে দেন। অসীম জানান,”লকডাউনে মানুষ কীভাবে অসহায় অবস্থায় ছিলেন তা খুব সামনে থেকে দেখেছি। তা-ই এই উদ্যোগ।”