নিজস্ব সংবাদদাতা : ফেডারেশন অফ ওয়েস্টব্যাঙ্গল ট্রাক অপারেটরস্ অ্যাসশিয়েশনের ডাকে সোমবার থেকে গোটা রাজ্যে অনির্দীষ্টকাল ট্রাক ধর্মঘট শুরু হল। রাজ্যের সমস্ত জেলার ট্রাক মালিকদের অ্যাসশিয়েশন ফেডারেশনের সঙ্গে ধর্মঘটে সামিল হয়েছে। নিজ নিজ এলাকায় ট্রাক ধর্মঘটে সামিল হয়েছে মালিকেরা।এদিন উত্তর দিনাজপুর জেলার পূর্ণীয়ামোড় ট্রাক ওনারর্স অ্যাশসিয়েশনের পক্ষ থেকে ধর্মঘটে সামিল হয়।
এদিন পূর্ণীয়ামোড় ট্রাক ওনারর্স অ্যাশসিয়েশনের সভাপতি নাজির হুসেন বলেন রাজ্যের ট্রাক মালিকদের সমস্ত সংগঠন ফেডারেশনের এক ছাতার তলায় এসে সেমবার থেকেধর্মঘট শুরু করেছে। নতুন এক্সেল লোড চালু করতে হবে। পুলিস, সিভিক ভলেন্টিয়ার, আরটিও,ডাক পার্টি, পেড পার্টির অত্যাচার বন্ধ করতে হবে। লোডিং পয়েন্ট থেকে ওভারলোড বন্ধ করতে হবে। পেট্রল, ডিজেলে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করে জিএসটি চালু করতে হবে। থার্ড পার্টি ইন্সিওরেন্স প্রিমিয়াম বৃদ্ধ বন্ধ করতে হবে। এসহ অন্যান্ন দাবিতে ট্রাক ধর্মঘট শুরু হয়েছে। দাবিগুলি নিয়ে এর আগে রাজ্য সরকারকে জানালেও কোন ফল হয় নি তাই বাধ্যহয়েই ধর্মঘটে নামতে হয়েছে বলে দাবি।