নিজস্ব সংবাদদাতা : “ভোট আসছে তাই বারবার বাংলায় আসছি, ভোট আসছে তাই নেতাজীকে মনে পড়েছে, ভোট আসছে আসছে তাই বাংলা শিখছি।” — রবিবার বাগনানের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীর বাংলা সফরকে এভাবেই কটাক্ষ করলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
তিনি বলেন, “বিজেপি সাংবিধানিক শিষ্টাচারকে ধ্বংস করছে। আর তার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একজন প্রধানমন্ত্রী সরকারি অনুষ্ঠানে এসে যেভাবে ভোটের প্রচার করছেন তা মানায় না।”
এদিন ফিরহাদ হাকিম বলেন, “শীতের সময় বিভিন্ন জলাশয়ে দেশ-বিদেশের অনেক পরিযায়ী পাখি আসে। আবার শীত ফুরিয়ে গেলে তারা নিজেদের গন্তব্যে ফিরে যায়। তবে অভিজ্ঞতায় দেখা গেছে, শীত, গ্রীষ্ম কিমবা বর্ষা সারাবছর জলাশয়ে রাজহাঁসই ঘোরাফেরা করে।”
মুখে বিজেপির নাম না করলেও পুরমন্ত্রী যে কাদের নিশানা করেছেন তা বুঝতে অসুবিধা হয়নি বলেই মনে করছে রাজনৈতিক মহল।