নিজস্ব সংবাদদাতা : কুড়িয়ে পাওয়া ব্যাগ ফেরত দিয়ে সততার পরিচয় দিলেন উলুবেড়িয়ার যুবক। সূত্রের খবর, গত শুক্রবার ট্রেনে বাড়ির ফেরার সময় নিজের মানিব্যাগ হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েন প্রবীণ চিকিৎসক রণজিৎ কুমার দে।
ব্যাগে একাধিক এটিএম কার্ড, ভোটার, প্যান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি ছিল। শনিবার ডাক্তারবাবুর হারিয়ে যাওয়া মানিব্যাগ ফিরিয়ে দেয় উলুবেড়িয়ার বহিরা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বছর তিরিশের যুবক ভোলানাথ কুড়ুরি। জানা গেছে, গত শুক্রবার কোলকাতা যাওয়ার উদ্দেশ্যে উলুবেড়িয়া স্টেশন থেকে লোকাল ট্রেন ধরেন ভোলানাথ।
হাওড়া স্টেশনে ট্রেন থেকে নামার সময় উল্টোদিকের সিটের নীচে তিনি একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। চিকিৎসকের ব্যাগে থাকা ভিজিটিং কার্ড থেকে ফোন নাম্বার সংগ্রহ করে রণজিৎ বাবুকে ফোন করেন ভোলানাথ।
তারপর শনিবার দমদমের প্রবীণ চিকিৎসকের হাতে ব্যাগটি তুলে দেন বহিরার যুবক। নিজের হারিয়ে যাওয়া মানিব্যাগ ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন ডাক্তারবাবু।