নিজস্ব সংবাদদাতা : সাতসকালে বাস ও ম্যাটাডরের মুখোমুখি সংঘর্ষকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার রাজাপুর থানার ফুলতলা এলাকায়।
সূত্রের খবর, রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ আমতা-উলুবেড়িয়া রোড ধরে আমতার দিকে আসছিল আমতা-উলুবেড়িয়া রুটের একটি যাত্রীবোঝাই বাস। .
অন্যদিকে, আমতার দিক থেকে আসছিল একটি ম্যাটাডর। বাস ও ম্যাটাডরের মুখোমুখি সংঘর্ষে হতাহতের খবর না মিললেও বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়েই ঘটনাস্থলে আসে রাজাপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।