ড. সৌরভ দোয়ারী : ফের গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল একটি পূর্ণ বয়স্ক ভামের। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া থানার কুলগাছিয়া এলাকায়। সূত্রের খবর, মাটিবোঝাই লরির ধাক্কায় প্রাণ যায় পূর্ণবয়স্ক ভামটির।
এমনিতেই বাসস্থান ধ্বংসের জেরে ভাম (স্থানীয় নাম গন্ধগোকুল), বনবিড়াল, বাঘরোলের মতো প্রাণীদের অস্তিত্ব আজ প্রশ্নের মুখে। তার উপর যানবাহনের লাগামহীন গতির জেরে প্রায়শই বলি হচ্ছে বিভিন্ন বন্যপ্রাণী। যা পরিবেশ তথা বাস্তুতন্ত্রে বিরূপ প্রভাব ফেলবে অদূর ভবিষ্যতে।
ঝোপ কিমবা জঙ্গলের সংখ্যা কমায় বাস্তুচ্যুত হয়ে এমনিতেই বিভ্রান্ত হয়ে পড়ছে বন্যপ্রাণীরা। খাদ্যের সন্ধানে যত্রতত্র ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে তাদের। রাস্তায় উঠে আসতে দেখা যাচ্ছে মাঝেমধ্যেই। হয়ত তাদের যাতায়াতের রাস্তায় পরিবর্তন ঘটেছে রাতারাতি। আর তাতেই গাড়ির উপস্থিতি বা তাদের গতির পরিমাপ করতে পারছে না।
ফলস্বরূপ বেঘোরে প্রাণ হারাচ্ছে তারা। এক্ষেত্রে গাড়িচালক দের আরো সাবধানে গাড়ি চালাতে হবে বিশেষ করে কিছু এলাকায়। বন্যপ্রাণী পারাপার করে এরকম বেশ কিছু এলাকায় বা রাস্তার ধারে ঝোপঝাড় আছে এরকম এলাকায় গাড়ির গতি বেঁধে দিয়ে সাইনবোর্ডের ব্যবস্থা করতে পারে বনদপ্তর বা স্থানীয় প্রশাসন।