রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পাঁচলা, ইটবৃষ্টি, আহত ৬ বিজেপি কর্মী

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল গ্রামীণ হাওড়ার পাঁচলার হাউলিবাগান এলাকা। সূত্রের খবর, গত কয়েকদিন আগে পাঁচলার ধামিসায় জনসভা করেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ। একই জায়গায় শনিবার পাল্টা সভার ডাক দিয়েছে তৃণমূল।

বিজেপির অভিযোগ, হাউলিবাগান এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে সভায় যাওয়ার জন্য চাপ সৃষ্টি করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কিন্তু, ওই এলাকার মানুষ সভায় যেতে রাজি নারাজ। তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করলে দু-পক্ষের মধ্যে বচসা বেঁধে যায় বলে অভিযোগ। চলে ইটবৃষ্টি। ইটের আঘাতে ছ’জন বিজেপি কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আহত কর্মীদের দেখতে হাসপাতালে যান বিজেপির হাওড়া গ্রামীণ জেলার নবনিযুক্ত সভাপতি প্রত্যুষ মন্ডল।

বিজেপির অভিযোগ, স্থানীয় উপ-প্রধানের নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা। যদিও বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক গুলসান মল্লিক।