নিজস্ব সংবাদদাতা : বিশ্ববরেণ্য মহামানব স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় যুব দিবস উপলক্ষ্যে ১৫ জন লড়াকু, মেধাবী পড়ুয়াকে বই, খাতা, পেন সহ বিভিন্ন শিক্ষাসামগ্রী তুলে দিল উলুবেড়িয়া-২ ব্লকের করাতবেড়িয়া গ্রামের বিবেকানন্দ স্টাডি সেন্টার।
মঙ্গলবার সকালে বিবেকানন্দ স্টাডি সেন্টারের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদানের পাশাপাশি আবৃত্তি, গান, নাচ পরিবেশন করেন সেন্টারে ছাত্রছাত্রীরা। করোনা নিয়ে বিশেষ দেওয়াল পত্রিকারও উদ্বোধন করা হয়।
শিক্ষক তরুণ কুমার ধাড়া জানান, প্রতিবছরই এই দিনটিকে বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। তবে এবার করোনা পরিস্থিতিতে খুবই সংক্ষিপ্ত আকারে তা করা হল।