নিজস্ব সংবাদদাতা : শুক্রবার দুপুরে ২ কোটি ৬৭ লক্ষ টাকার ব্যাঙ্ক ডিমান্ড ড্রাফট ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে। ডিমান্ড ড্রাফটের পাশাপাশি ব্যাগে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রও খোয়া গেছে বলে জানা গেছে।
সূত্রের খবর, হাওড়ার ইছাপুর এলাকার বাসিন্দা সায়ন কুমার শিকদারের বড়সড় ব্যাঙ্ক জালিয়াতি হয়েছিল। সেই টাকা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া উদ্ধার করে। দিল্লি থেকে গাড়িতে চেপে সেই ২ কোটি ৬৭ লাখ টাকার ড্রাফট নিয়ে হাওড়া ফিরছিলেন সায়ন। আসানসোলে গাড়ি খারাপ হয়ে গেলে বাসে ফিরে শুক্রবার দুপুরে কোনা এক্সপ্রেসওয়েতে নামেন। সেখানে পায়ের ফাঁকে ব্যাগ চেপে নিজের জ্যাকেট চেঞ্জ করছিলেন সায়ন।
অভিযোগ, হঠাৎই একটি সিলভার কালারের স্করপিও গাড়ি সেখানে আসে। আচমকা একজন গাড়ি থেকে নেমে সায়নের থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্বিতীয় হুগলী সেতুর দিকে চম্পট দেয়। ইতিমধ্যেই চ্যাটার্জীহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ।