হাওড়ায় ধর্মীয় অনুষ্ঠানের প্রসাদ খেয়ে অসুস্থ বহু মানুষ, ভর্তি হাসপাতালে

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ধর্মীয় অনুষ্ঠানের প্রসাদ খেয়ে বহু মানুষ অসুস্থ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ার ডোমজুড় থানা এলাকায়। সূত্রের খবর, হাওড়ার মাকড়দহের একটি মঠের অনুষ্ঠানে যোগ দেন ডোমজুড়, মাকড়দহ, সলপ সহ আশপাশের বিভিন্ন এলাকায় বহু মানুষ।

অন্যান্যবার বসে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা থাকলেও এবার করোনা পরিস্থিতিতে মঠ কর্তৃপক্ষের তরফে ভক্তদের জন্য প্যাকেটের ব্যবস্থা করা হয়েছিল। মঙ্গলবার রাতে সেই প্রসাদ খাওয়ার পরই বুধবার থেকে বহু মানুষের বমি ও পেটের সমস্যা শুরু হয়। স্থানীয় এলাকায় চিকিৎসা করানোর পরও সেভাবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার রাতে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে ভর্তি হন বহু মানুষ।

ডোমজুড়ের বি.এম.ও.এইচ চিকিৎসক দেবদত্ত বড়াল জানান, “বেশ কিছু মানুষ প্রসাদ খেয়ে অসুস্থ হয়েছেন। ইতিমধ্যেই ডোমজুড় গ্রামীণ হাসপাতালে ১৩ জন ভর্তি আছেন। যেসব গ্রামের মানুষ প্রসাদ খেয়ে অসুস্থ হয়েছেন সেখানে স্বাস্থ্যকর্মীরা গিয়ে ওয়ারেস দেওয়ার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা করছেন।” ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দপ্তরকে বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে বলে জানান দেবদত্ত বাবু।