নিজস্ব সংবাদদাতা : এযেন বছর শেষের উপহার। অনেকে আশাই ছেড়ে দিয়েছিলেন। কিন্তু, পুলিশের প্রচেষ্টায় ফিরে পেলেন তাঁদের মুঠোফোন। বছরের শেষদিনে ৫০ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে সংশ্লিষ্ট গ্রাহকদের হাতে তুলে দিল হাওড়া গ্রামীণ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ।
বৃহস্পতিবার প্রাপকদের হাতে ফোনগুলি তুলে দেন জেলা পুলিশের শীর্ষ কর্তারা। এদিন উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুরিন্দর সিং(সদর), ইন্দ্রজিৎ সরকার(গ্রামীণ) সহ এসওজির কর্তারা। হারিয়ে যাওয়া ফোন হাতে পেয়ে খুশি প্রাপকরা।