নিজস্ব সংবাদদাতা : বিধানসভা ভোটের বাদ্যি কার্যত বেজে গিয়েছে। শাসক থেকে বিরোধী সবপক্ষই জোরকদমে প্রচারের কাজ শুরু করে দিয়েছে। তারই মধ্যে বাংলার প্রশাসনিক ও পুলিশ মহলে বড়সড় রদবদলের পালা চলছে।
সরিয়ে দেওয়া হল হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়কে। তাঁর পরিবর্তে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে আনা হচ্ছে সুরিন্দর সিংহকে। জানা গেছে, রানা মুখোপাধ্যায়কে রাজ্য সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটেলিয়নের ডেপুটি কমান্ডান্টের দায়িত্ব দেওয়া হয়েছে।