নিজস্ব সংবাদদাতা : রাত পোহালেই বড়দিন। বড়দিনে ঠান্ডা আরও জাঁকিয়ে পড়তে চলেছে। সেই পূর্বাভাসই দিল হাওয়া অফিস।
হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত স্বাভাবিক নিয়মেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে। আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশের রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু-তিন ডিগ্রি কম থাকতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে এও জানানো হয়েছে যে, ৪৮ ঘন্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়ার কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।