নিজস্ব সংবাদদাতা : প্রাণী রক্ষায় ক্রমশ বাড়ছে জনসচেতনতা। উদ্ধার হওয়া কচ্ছপকে জলাশয়েই ফেরালেন শিক্ষকরা। জানা গেছে, রবিবার দামোদর সংলগ্ন আমতার উদং ফুটবল মাঠে চড়ুইভাতিতে এসেছিলেন বেশ কয়েকজন শিক্ষক। পাশাপাশি আরও বেশ কয়েকটি গোষ্ঠী পিকনিক করছিল। সেইসময় নদী থেকে হঠাৎই একটি কচ্ছপ মাঠে উঠে আসে।
অভিযোগ, মাঠে থাকা বেশ কয়েকজন কচ্ছপটি ধরতে উদ্যত হলে বাধা দেন শিক্ষক সুমন্ত সাউ, অরুণ খাঁ, দীপ সাহা অন্যান্যরা। সঙ্গে সঙ্গে কচ্ছপটিকে উদ্ধার করে তাঁরা আবার নদীতে ছেড়ে দেন।
শিক্ষক সুমন্ত সাউয়ের কথায়, “আশেপাশের বেশ কয়েকজন কচ্ছপটিকে ধরতে গেলে আমরা বাধা দিই। বন দপ্তরে তুলে না দিয়ে কচ্ছপটিকে তার নিজস্ব পরিবেশে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই।”
উদ্ধার করা সুস্থ কচ্ছপকে বন দপ্তরে তুলে না দিয়ে পুর্নবাসনের জন্য তার নিজস্ব বাসস্থানে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবেশপ্রেমীরা।