‘বাংলার মানুষ ভাইপোকে চাইছে’ : ‘ভাইপো’ সম্পর্কে শুভেন্দুর মন্তব্যকে কটাক্ষ ইদ্রিসের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ‘জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কষ্ট করে যে জায়গায় দলটিকে দাঁড় করিয়েছেন সেখান থেকে দু-চারজন চলে গেলে দলের কোনো ক্ষতি হবে না’ — শুভেন্দু অধিকারীর বিজেপিতে যাওয়ার প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ইদ্রিস আলি।

মেদিনীপুরের মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু দৃপ্তকন্ঠে ‘তোলাবাজ ভাইপো হঠাও’ বলেছিলেন। তাকেও কটাক্ষ করতে ছাড়েননি ইদ্রিস আলি। শনিবার এক দলীয় কর্মসূচির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বাংলার মানুষ ভাইপোকে চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কীভাবে তিনি এরকম কথা বললেন। বিজেপিতে জয়েন করে উল্টোপাল্টা কথা বলা ঠিক না। অনুরোধ , উন্নয়ন কী করেছে বলুক, কিন্তু এসব উল্টোপাল্টা রটানো ঠিকনা।”

অন্যদিকে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে নিয়ে দলের যখন বহু বিধায়ক, নেতা নিজেদের ক্ষোভ উগড়ে তখন পিকের কাজে সন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের এই প্রবীণ নেতা। তিনি বলেন, “আমি পিকের কাজে অসন্তুষ্ট নই। আর যদি দলের কারুর পিকেকে নিয়ে অসন্তোষ থাকে তাহলে তা দলের মধ্যেই আলোচনা করা প্রয়োজন।”