নিজস্ব সংবাদদাতা : এক জরি ব্যবসায়ীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার ধুলাগড় এলাকায়। জানা গেছে, গুলিবিদ্ধ ব্যক্তির নাম সিরাতুল হাসান শেখ। সূত্রের খবর, বৃহস্পতিবার ধুলাগড় জাতীয় সড়ক সংলগ্ন একটি গ্যারেজে বাইক রেখে শ্বশুরবাড়ি গিয়েছিলেন চল্লিশোর্ধ্ব সিরাতুল। কিন্তু রাত ১১ টা বেজে যাওয়ায় গ্যারেজ বন্ধ হয়ে যায়। তাই রাত্রি সারে এগারোটা নাগাদ পায়ে হেঁটেই ধুলাগড়-ফটিকগাছি রোড ধরে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
অভিযোগ, ধুলাগড় পুরানো চৌরাস্তার অদূরে মোষ খাটাল সংলগ্ন এলাকায় দু’জন দুষ্কৃতি বাইক করে এসে সিরাতুলের কাছে থাকা জিনিসপত্র কেড়ে নেবার চেষ্টা করে। সিরাতুল বাধা দিতে গেলে আচমকাই দুষ্কৃতিরা তাঁকে উদ্দেশ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন চল্লিশোর্ধ্ব এই ব্যবসায়ী। সেই ফাঁকে সিরাজুলের মোবাইল ও বেশ কিছু টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা।
বেশ কিছুক্ষণ অচৈতন্য অবস্থায় পড়ে থাকার পর জ্ঞান ফিরলে কোনোরকমে বাড়ি ফেরেন সিরাতুল। সঙ্গে সঙ্গে বাড়ির সদস্যরা সিরাতুলকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। ভর্তি করা হয় কোলকাতার এসএসকেএম হাসপাতালে। ঘটনার কথা পুলিশকে জানানো হলে ধুলাগড় ফাঁড়ির ওসি মির্জাবাবু তাঁর সহ কর্মীদের নিয়ে হাসাপাতালে পৌঁছে যান।
গুলিবিদ্ধ ব্যক্তির পরিবারের সাথে থেকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই পুলিশ অফিসার। জানা গেছে, গুলিবিদ্ধ ব্যক্তির শরীরে বুলেটের ক্ষত রয়েছে। অন্যদিকে, দুষ্কৃতীদের অপকর্ম রোখার দাবিতে শুক্রবার বেশ কিছুক্ষণ ধুলাগড়-ফটিকগাছি রোড অবরোধ করেন সিরাতুলের আত্মীয় ও স্থানীয়রা। পুলিশ এসে অবরোধ তুলে দেয়। সমগ্র ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।