নিজস্ব সংবাদদাতা : সোমবার সকালে এক প্রৌঢ়ের রক্তাক্ত ও থেঁতলানো দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার শ্যামপুর থানার রামেশ্বরপুর এলাকায়। জানা গেছে, মৃতের নাম মনোরঞ্জন প্রামাণিক(৫৬)। সূত্রের খবর, ওই এলাকারই বাসিন্দা মনোরঞ্জন প্রামাণিক স্থানীয় একটি ইটভাটায় কাজ করতেন।
অন্যান্য দিনের মতোই তিনি এদিনও বাড়ি থেকে ভোর চারটে নাগাদ কর্মক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সকালে রাস্তার পাশে একটি ধানক্ষেতে মনোরঞ্জন বাবুর ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় শ্যামপুর থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।