নিজস্ব সংবাদদাতা : বাগনান থেকে বাবুঘাট, সকলে পাক মানবাধিকার — এই দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে অভিনব উদ্যোগ গ্রহণ করল ‘স্বজন’ নামক বাগনানের স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে বাগনানে অসহায় ভবঘুরেদের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
তারপর পাঁচলায় ১৬ নং জাতীয় সড়কের ধারে এক অসহায় মহিলার হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পাঁচলার এক খুদে পড়ুয়াকেও শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। এরপর, জাতীয় সড়কে কর্তব্যরত পুলিশ কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করেন স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা। তাঁদের হাতে তুলে দেওয়া হয় পেন, গোলাপ। তারপর কোলকাতা প্রেস ক্লাব হয়ে সংস্থার সদস্যরা পৌঁছে যান বাবুঘাট চত্বরে।
বাবুঘাটে আশ্রয় নেওয়া প্রান্তিক মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়। সংস্থার কর্তা চন্দ্রনাথ বসু বলেন, “কোনো মানুষ যেন নিজের অধিকার থেকে বঞ্চিত না হন সেই দাবিতেই আজকে পথে নামা। বাগনান থেকে বাবুঘাট অব্ধি প্রায় দু’শোর মানুষকে আমরা সম্মান জানিয়ে পেন, খাবার সহ বিভিন্ন সামগ্রী তুলে দিয়েছি।”