নিজস্ব সংবাদদাতা : দিল্লিতে কৃষকদের আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে ত্রাহি ত্রাহি রব। কৃষকদের এই আন্দোলনকে ইতিমধ্যেই সমর্থন জানিয়ে পথে নেমেছে দেশের একাধিক রাজনৈতিক দল ও সংগঠন। এবার কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিল ও দিল্লির কৃষক আন্দোলনকে সংহতির বার্তা পৌঁছে দিতে শনিবার বিকালে ১৬ নং জাতীয় সড়কের গ্রামীণ হাওড়ার পাঁচলার খলিশানী মোড় অবরোধ করল হাজার দেড়েক বাম কর্মী-সমর্থক।
শনিবার দুপুরে বামফ্রন্টের পক্ষ থেকে কৃষি আইন প্রত্যাহার সহ একাধিক দাবিতে খলিশানীতে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সভা চলাকালীন উপস্থিত হাজার দেড়েক বাম কর্মী-সমর্থক জাতীয় সড়ক উপর নেমে রাস্তা অবরোধ করেন। অবরোধকারীরা জাতীয় সড়কের উপর প্রধানমন্ত্রী ও অমিত শাহের কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ অবরোধ তুলতে গেলে তাঁদের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। প্রায় আধঘন্টা অবরোধ চলার পর অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধের জেরে জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীদের দাবি, কালা কৃষি আইন দ্রুত প্রত্যাহার করে কৃষকদের দাবিকে মান্যতা দিতে হবে। বামফ্রন্টের পাশাপাশি কংগ্রেস কর্মী-সমর্থকরাও এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা গৌতম পুরকাইত, ফরওয়ার্ড ব্লক নেত্রী ডলি রায়, বামফ্রন্ট নেত্রী মীনা মুখার্জী ঘোষ সহ অন্যান্যরা।